• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ভাত ছাড়া শুধু তরকারি রান্না করায় স্ত্রীকে ‘খুন’!

ভাত ছাড়া শুধু তরকারি রান্না করায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের ওডিশা রাজের এক ব্যক্তির বিরুদ্ধে। সনাতন ধারুয়া (৪০) নামের ওই ব্যক্তিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার রাতে রাজ্যের সম্বলপুর জেলার জামানকিরা থানার নুয়াধি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ভাত ছাড়া শুধু তরকারি রান্না করায় স্ত্রীকে তাঁর স্বামী হত্যা করেন বলে অভিযোগ। নিহত গৃহবধূর নাম পুষ্পা ধারুয়া (৩৫)।

জানা গেছে, সনাতন ও পুষ্পার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁদের মেয়ে এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। ঘটনার দিন রাতে তাঁদের ছেলে তার এক বন্ধুর বাড়িতে ঘুমাতে গিয়েছিল।

এক পুলিশ কর্মকর্তা বলেন, রাতে সনাতন বাড়িতে ফিরে দেখেন তাঁর স্ত্রী পুষ্পা শুধু তরকারি রান্না করেছেন, কিন্তু ভাত রান্না করেননি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে সনাতন তাঁর স্ত্রীর ওপর চড়াও হন। তিনি ভারী কিছু দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়।

পরে সনাতন-পুষ্পা দম্পতির ছেলে বাড়ি ফিরে তার মাকে মৃত অবস্থায় দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় সনাতনকে আটক করা হয়। স্থানীয় জামানকিরা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক প্রেমজিৎ দাস জানান, সোমবার নিহতের ময়নাতদন্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।