• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন |
  • English Version

ফের ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা, শীর্ষে উরসুলা

মার্কিন প্রভাবশালী ‘ফোর্বস’ ম্যাগাজিন প্রতিবছরের মতো চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) প্রকাশিত এ তালিকায় এবারও শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

তবে ‘ফোর্বস’-এর এবারের তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন।

তাঁদের মধ্যে নবম স্থানে রয়েছেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা।
এদিকে ইসির প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন ।

জার্মান সংগঠন থিসেনক্রুপের প্রধান নির্বাহী মার্টিনা মার্জ এ তালিকা তৈরিতে প্রধান ভুমিকা রেখেছেন।

বরাবরের মতো ২০২৩ সালেও তালিকা তৈরিতে চারটি প্রধান মেট্রিক্স নির্ধারিত ছিল। সেগুলো হচ্ছে, অর্থ, মিডিয়া, প্রভাব এবং প্রভাবের ক্ষেত্র।

ফোর্বস বলেছে, শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। আগামী জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন তিনি।

চলতি বছরের শুরুতে এ তালিকায় অন্য অনেকে থাকলেও পরে ছিটকে পড়েছেন। ছিটকে পড়াদের মধ্যে রয়েছেন, জ্যাসিন্ডা আরডার্ন ,সানা মারিন, সুসান ওয়াজসিকিসহ অনেকে।

‘ফোর্বস’-এর এবারের তালিকায় শীর্ষে থাকা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।