• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

টিআইপি রিপোর্টে দ্বিতীয় স্তরে বাংলাদেশ

ট্রাফিকিং ইন পার্সন-টিআইপি রিপোর্টে দ্বিতীয় স্তর বজায় রেখেছে বাংলাদেশ। মানবপাচার বন্ধে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কারণে আগের অবস্থানে রয়েছে বাংলাদেশ। মানব পাচার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই রিপোর্ট প্রকাশ করেন।

এতে বলা হয়, কোভিড সময়ে গতবারের তুলনায় মানব পাচার রোধে বাংলাদেশ সরকারের সার্বিক প্রচেষ্টা বেড়েছে। সেজন্য বাংলাদেশ টিয়ার টুতে থাকবে। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশ টিয়ার টু ওয়াচলিস্টে ছিল। ২০২০ সালে দ্বিতীয় স্তরে উন্নীত হয়।

বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- মানবচাপারে অভিযুক্ত একজন সংসদ সদস্যের পদ থেকে অপসারণ করা, ৭টি মানবপাচার প্রতিরোধ ট্রাইবুনালের কাজ শুরু করা এবং জোরপূর্বক শ্রম প্রতিরোধে আইএলও এর কনভেনশনে অনুস্বাক্ষর করা।

যুক্তরাষ্ট্রের মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন-টিভিপিএ’র বিষয়গুলোকে ভিত্তি হিসেবে ধরে ধাপগুলো তৈরি করা হয়েছে। মানব পাচার বন্ধে যেসব দেশ টিভিপিএর ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পেরেছে, সেগুলোকে প্রথম ধাপে এবং যেসব দেশ ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পারেনি কিন্তু উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেগুলোকে রাখা হয়েছে দ্বিতীয় ধাপে। তবে যেসব দেশ টিভিপিএর ন্যূনতম মানদণ্ড অভাবের পাশাপাশি উল্লেখযোগ্য চেষ্টাও নেই, সেগুলো আছে শেষ ধাপে।

বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় ধাপে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।