• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মহানবী (সা: )কে কটুক্তির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ , মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হযরত মুহাম্মদ (সাঃ.) ও আয়েশা (রাঃ সম্পর্কে ) ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বেলা ২টায় জেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শেরপুর পৌর কেন্দ্রীয় ঈগাঁ মাঠে সমবেত হয় ।

ইওেফাকুল উলামার সভাপতি শেরপুরের অষ্টিমতলা রাবেয়া বশরী মাদ্রাসার মুহ্তাহিম আব্দুল আজিজ এর নেতৃীতে সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় মুহ্তাহিম আব্দুল আজিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর মাই সাহেবা মসজিদের ইমাম মাওলানা মোস্তাসিন বিল্লাহ্, শেরপুর ফারুকিয়া সিদ্দিকিয়া মাদ্রার মাওলানা আব্দুস সাওার,মুফতি মামুনুর রশিদ , মুয়াল্লিম সানি সহ আরো অনেকে বক্তব্য রাখেন ।

ইসলামী আন্দোলন বাংলাদেশসহ তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠন এসব প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এসব সমাবেশে ভারতে মহানবী (সা.)কে কটূক্তির তীব্র নিন্দা জানানো হয়। আলোচনা শেষে সমাবেশ থেকে এক মিছিল নিয়ে বের হয়ে নিউমার্কেট পর্যন্ত যায়। পরে মোনাজাত এর মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি করা হয়।

এই কর্মসূচি কেন্দ্র করে শেরপুর শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ । এছাড়াও নিরাপত্তা ব্যবস্থায় ডিবি, এন এস আই বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। এতে অংশ নেন অনেক ধর্মপ্রাণ মুসল্লি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।