• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯ শতাংশে নেমে আসবে বলে বিশ্বব্যাংক হতাশার কথা শোনালেও, সেই তালিকায় বাংলদেশ নেই বলেই জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি প্রত্যাশিত প্রত্যাবর্তন করেছিল। আর সেটাই চলতি বছরের প্রথম দিকে প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করেছে দেশটির।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে বৈশ্বিক অর্থনীতি প্রসঙ্গে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, করোনার প্রকোপ কমতে থাকায় চলতি বছরের জানুয়ারিতে সংস্থাটি বিশ্ব অর্থনীতিতে ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হওয়ার পূর্বাভাস দিলেও, বর্তমানে তা আগের পূর্বাভাসের চেয়ে ১ দশমিক ২ শতাংশ কমবে বলে জানিয়েছে তারা। তবে বাংলাদেশের পূর্বাভাস না কমিয়ে বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধের কারণে পূর্বের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে চলতি ২০২১-২২ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে ৬ দশমিক ৪ শতাংশ।

আগামী ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগ পুনরুদ্ধার এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ৬ দশমিক ৭ শতাংশ হবে প্রবৃদ্ধি। দেশটি প্রত্যাশিত প্রত্যাবর্তন করতে পারাতেই তা সম্ভব হয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, মহামারি শুরুর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৫ শতাংশে নেমে গিয়েছিল, যা এল তিন দশকের মধ্যে সবচেয়ে কম। চলতি ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। গেল জুলাই থেকে মার্চের হিসেবে পরিসংখ্যান ব্যুরো বলছে, লক্ষ্যের বেশি ৭ দশমিক ২৫ শতাংশ অর্জিত হবে।

এদিকে, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতে ৮ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ৪ দশমিক ৩ শতাংশ, ভুটানে ৪ দশমিক ৪ শতাংশ নেপালে ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর শ্রীলংকার বর্তমান আর্থিক সংকট সম্পর্কে বলা হয়েছে, অত্যন্ত অনিশ্চিত এবং অত্যাধিক ঝুঁকির মধ্যে রয়েছে দেশটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।