• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

৩৭ বছর পর ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের

বাংলাদেশ স্বাগতিক ইন্দোনেশিয়াকে গোলশূন্যভাবে রুখে দিয়েছে। এর আগে ৩৭ বছর আগে ১৯৮৫ সালে একবার ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সবমিলিয়ে সপ্তম দেখায় চার জয় ইন্দোনেশিয়ার, একটি বাংলাদেশের এবং বাকি দুটি ড্র। অতীতে ইন্দোনেশিয়াকে হারানোর রেকর্ড থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে এই ড্র বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক ফলাফল বটে! বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের বাংলাদেশের হয়ে এই নিয়ে তিনটি ম্যাচে কোচিং করলেন।

এটিই তার কোচিং ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান।

আজ হ্যাভিয়ের পাশের ডাগ আউটে ছিলেন ২০১৮ বিশ্বকাপে কোচিং করানো কোরিয়ান ফুটবলার শিন তাই ইয়াং। তার কোচিংয়ে কোরিয়া ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছিল রাশিয়াতে। সেই বিশ্বকাপে কোচিং করানো শিন তাই ইয়াং নিজেদের মাটিতে মাত্র তিন ম্যাচ কোচিং করানো হ্যাভিয়েরের বিপক্ষে জিততে পারলেন না।

এই ড্রয়ের পেছনে কোচ হ্যাভিয়েরের যতটা না অবদান এর চেয়ে বেশি কৃতিত্ব গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। পুরো ম্যাচে তিনি অসাধারণ কয়েকটি সেভ করেছেন। তার এই সেভের জন্যই বাংলাদেশের হারের বদলে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।

ম্যাচের ফলাফল যেমন ইতিবাচক আছে, তেমনি খানিকটা নেতিবাচক খবরও আছে। ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ব্যথা পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন। তার পরিবর্তে নামা অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানা একটি গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং করতে পারেননি।

তপু, তারিক কাজীর মতো পরীক্ষিত ডিফেন্ডার না থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ মোটামুটি ভালোই সামলেছিল স্বাগতিকদের। কিছুক্ষেত্রে দুভার্গ্যরেও শিকার স্বাগতিকরা। তাদের দুই-তিনটি আক্রমণে রক্ষণভাগ ও গোলরক্ষক পরাস্ত হলেও পোস্টের একটু উপর দিয়ে যাওয়ায় গোল বঞ্চিত হয়। ইন্দোনেশিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র।

২০১৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ এই ইন্দোনেশিয়ায় প্রথম বারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। বাংলাদেশ ফুটবল দলের জন্য ইন্দোনেশিয়া একটা পয়মন্ত ভেন্যু হিসেবেই রইলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।