• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বঙ্গবন্ধুর উদ্যোগে জাতীয় কবি নজরুলের বাংলাদেশে আগমনের সুবর্ণজয়ন্তী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আসার প্রেক্ষাপট বর্ণণা করে
নজরুল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ১৯৭২ সালের
মধ্য জানুয়ারিতে সিদ্ধান্তের পর মাত্র চার মাসের মাথায় বঙ্গবন্ধু কাজী
নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসতে সক্ষম হন। এখানে ‘সক্ষম’ শব্দটির ব্যবহার
করা হলো এ কারণে যে, কাজটি খুব সহজ ছিল না এবং বঙ্গবন্ধু না হলে নজরুলকে
ঢাকায় আনা বোধ করি সম্ভবপরও হতো না।

সোমবার (২৩ মে) দুপুরে নজরুল বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স
কক্ষে বিশ^বিদ্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি। বঙ্গবন্ধুর
উদ্যোগে নজরুলের বাংলাদেশে আগমনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সংবাদ
সম্মেলনটি আয়োজন করা হয়।

প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ১৯৭২ সালে কাজী নজরুল ইসলাম ছিলেন
সম্পূর্ণ বাকরহিত অসুস্থ ব্যক্তি; তাঁর কোনো পাসপোর্ট ছিল না; তিনি ঢাকায়
এসে কোথায় ও কিভাবে থাকবেন সেটি তাঁর আতœীয় স্বজনদের কাছে স্পষ্ট ছিল না।
এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি আলোচনা করেন ভারতের
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন
মুখ্যমন্ত্রী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি সিদ্ধার্থশঙ্কর রায়
বঙ্গবন্ধুর অভিপ্রায়ের কথা শুনে সানন্দে সহযোগিতা ও অনুমোদনের হাত বাড়িয়ে
দেন। আর সে কারণেই মাত্র দুদিনের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজী
নজরুল ইসলামকে ঢাকায় আনা সম্ভবপর হয়। সেই মাহেন্দ্র দিবসটি ছিল ১৯৭২
সালের ২৪ মে।

নজরুলের স্বদেশ প্রত্যবর্তনের দিবসটির গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন,
আজ একটি বিশেষ কারণে আমরা আপনাদের সামনে এসেিেছ। কারণটি জাতীয়ভাবেও
গুরুত্বপূর্ণ। কিন্তু সেটি অনালোচনার অন্ধকারেই থেকে যাচ্ছে। জাতীয়ভাবে
খুবই গুরুত্বপূর্ণ দিনটি হলো: আগামীকাল ২৪ মে। ১৯৭২ সালের ২৪ মে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিমবঙ্গে বসবাসরত কবি কাজী নজরুল
ইসলামকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। আগামীকাল তার ৫০ বছর বা
সুবর্ণজয়ন্তী। এরপর কবি আর বাংলাদেশ ছেড়ে যাননি। এ দেশের মাটিতেই তাঁর
সমাধি হয়েছে। আমার জানা মতে, এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে কোথাও কোন
অনুষ্ঠান হচ্ছে না; কোন প্রতিষ্ঠান কোন কার্যসূচিও গ্রহণ করেনি। নজরুলের
নামাঙ্কিত বলে শুধু নয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় নজরুল
চেতনা ধারন করে এবং লালন করে বলেই নজরুলকে বাংলাদেশে আনার সেই ঐতিহাসিক
দিনটির কথা আমরা বিশেষভাবে মনে রেখেছি এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন
করার কার্যসূচিও গ্রহণ করেছি।

প্রফেসর ড. সৌমিত্র বলেন, বকাজী নজরুল ইসলাম যা চিন্তা করেছিলেন,
বঙ্গবন্ধু সে চিন্তার ধারাবাহিকতা এনেছেন আর বাঙালিকে যথযোগ্য নেতৃত্ব
দিয়েছেন। সে-সূত্রেই বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং ১৯৭২
সালের ঐতিহাসিক সংবিধান। বঙ্গবন্ধুর ভাবনায় কাজী নজরুল ইসলাম ছিলেন
আদর্শিক ধ্রæব তারার মতো।

উপাচার্য জানান, নজরুল জয়ন্তী উপলক্ষ্যে ২৪ মে মঙ্গলবার পালন করা হবে
বঙ্গবন্ধু কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনয়ন করার
সুবর্ণজয়ন্তী, ২৫ মে বুধবার পালন করা হবে নজরুলের জন্মোৎসব ও ২৬ মে পালন
করা হবে ‘অগ্নি-বীণা’ কাব্যপ্রকাশের শতবর্ষ।

সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন,
রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীরসহ অন্যরা।

নজরুল পদক ঘোষণা:
সংবাদ সম্মেলনে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নজরুল পদক-২০২২
ঘোষণা করেন। এবারে সাহিত্যে পদক পেয়েছেন অধ্যাপক ড. প্রীতিকুমার মিত্র
(মরনোত্তর) ও সংগীতে পেয়েছেন শিল্পী সুজিত মোস্তফা। ২৪মে অনুষ্ঠানের
মধ্যদিয়ে পদকপ্রাপ্তদের সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানান প্রফেসর ড.
সৌমিত্র শেখর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।