• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি চাঁনু ও আনোয়ার সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন ২০২২ স্থানীয় টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ২২ মে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ চাঁন মিয়াকে সভাপতি, মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, মো: আনোয়ার কবিরকে সিনিয়র সহ-সভাপতি, আতা মোঃ আব্দল্লাহ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক এবং শামছুন্নাহার বেগমকে প্রথম সদস্য নির্বাচিত করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যদের আলোচনার ভিত্তিতে মনোনীত করার জন্য কেন্দ্রীয় বিটিএ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ প্রদান করেন।

বিটিএ ময়মনসিংহ জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। তিনি শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্মেলন উদ্বোধন করেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, এতে প্রধান বক্তা ছিলেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ অধ্যক্ষ কাওছার আহমেদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনিসংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। বিটিএ প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বিটিএ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি শামসুন্নাহার বেগম ও গোলাম রাব্বানী, বিটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল।

সম্মেলনে সভাপতিত্ব করেন মো: আনোয়ার কবির এবং সঞ্চালনায় ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিটিএ টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।