• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদী‌তে যাত্রা শুরু কর‌লো ‘নির্ঝর চাই‌নিজ এন্ড কাবাব ডিস ঘর’

‌নি‌রি‌বি‌লি প‌রি‌বেশ ও উন্নতমা‌নের খাবার পরি‌বেশ‌নের প্র‌তিশ্রু‌তি নি‌য়ে শেরপু‌রের শ্রীবরদী‌তে শাখা হি‌সে‌বে যাত্রা শুরু কর‌লো ‘নির্ঝর চাই‌নিজ এন্ড কাবাব ডিস ঘর’। শুক্রবার (২০ মে) রা‌তে শহ‌রের পুরাতন সোনালী ব‌্যাংক এলাকায় চাইনি‌জের ফিতা কে‌টে উ‌দ্বোধন ক‌রেন শেরপুর জেলা প‌রিষ‌দের প্রশাসক হুমায়ুন ক‌বীর রুমান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, সা‌বেক মেয়র আবু সাঈদ, অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, সদর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফ‌রিদুজ্জামান ফ‌রিদ, খ‌ড়িয়াকা‌জিরের দুলাল, গড়জ‌রিপার এম. এ জ‌লিল, কু‌ড়িকাহ‌নিয়ার ফি‌রোজ খান নুন, নারী উ‌দ্যোক্তা সান‌জিদা জে‌রিন প্রমুখ।

শ্রীবরদী শাখার নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস ঘ‌রের প‌রিচালক আ‌রে‌ফিন আহ‌ম্মেদ ব‌লেন, ঘ‌রোয়া প‌রি‌বে‌শে উন্নতমা‌নের খাবার তৈ‌রি‌তে আমরা আজ শ্রীবরদী শাখা হি‌সে‌বে যাত্রা শুরু করলাম। আ‌মি আশা ক‌র‌ছি এই ডিস ঘ‌রে একব‌ার হ‌লেও খে‌য়ে দেখ‌তে পা‌রেন। আমা‌দের খাবা‌রের মান খুবই ভা‌লো, বাজা‌রের চে‌য়ে দামও কম।

শেরপুর নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস ঘ‌রের প‌রিচালক মো. আ‌সিফ আদনান অ‌ভি ব‌লেন, শ্রীবরদী‌ উপ‌জেলায় আমা‌দের এটা শাখা হি‌সে‌বে যাত্রা শুরু হ‌লো। আমরা আশাবাদী শেরপু‌রের ম‌তো অল্প দি‌নেই সুনাম কুড়া‌তে সক্ষম হ‌বো। কেননা আমরাই একমাত্র আধু‌নিক, রু‌চিশীল ও খোলা‌মেলা প‌রি‌বে‌শে শ্রীবরদী‌তে এই শাখার যাত্রা শুরু করলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।