• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর পৌর আ’লীগের কমিটি গঠন নয়া সভাপতি প্রকাশ সম্পাদক উৎপল

শেরপুর পৌর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নয়া সভাপতি হয়েছেন সদ্য বিলুপ্ত পৌর কমিটির সাধারণ সম্পাদক বাবু প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক পদে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় জেলা আ’লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে সোশাল মিডিয়ায় প্রচার হওয়ার সাথে সাথেই দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং শহরে মিষ্টি বিতরণ করেন।

শেরপুর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ৮ মে শেরপুর পৌর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী পৌর আ’লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম।

সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, অধ্যাপক রেমন্ড আরেং।

প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।