• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

১৮ বছরের সাজা মাথায় নিয়ে দেশ-বিদেশে আত্মগোপন: অবশেষে গ্রেফতার

দশ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলোনা বগুড়ার রেজাউল করিমের। প্রায় কোটি টাকা প্রতারণার ১০ মামলার ১৮ বছরের কারাদন্ড থেকে বাঁচতে মালয়েশিয়া ও পরে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেছিলেন তিনি ।

৫০ বছর বয়সী রেজাউল করিম বগুড়া শহরের বৃন্দাবন পাড়া এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে। বগুড়া সদর থানা পুলিশ মঙ্গলবার (৮ মে) রাত ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সদর থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতার রেজাউল গ্যাস ওয়েল্ডিং ওয়ার্কশপ ও কাস্টিং ঢালাই কারখানার ব্যবসা শুরু করেন। ব্যবসা বৃদ্ধির কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তি কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন। এরপর সুযোগ বুঝে ২০১২ সালে আসামী রেজাউল বগুড়া ছেড়ে মালয়েশিয়া পালিয়ে যান। সেখানে দুই বছর থাকার পর তিনি আবারও দেশে ফিরে আসেন। এর মধ্যে ২০১৪ সালে রেজাউলের বিরুদ্ধে থাকা ১০ টি মামলায় মোট ১৮ বছরের কারাদন্ড দেয় আদালত। এরপর থেকে রেজাউল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করে ছিলেন।

এ প্রসঙ্গে পলাতক এই আসামীকে গ্রেফতারী অভিযানের নেতৃত্বে থাকা বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান জানান, ইতিমধ্যে গ্রেফতার রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার দিক-নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্য তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এছাড়াও পুরোনো সকল ওয়ারেন্ট তামিলে তিনিসহ বগুড়া সদর থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মর্মে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।