• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় বিশ্ব মা দিবস উদযাপন

নাহিদুল ইসলাম রিজন/নকলা:
নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ মে) সারা বিশ্বের ন্যায় শেরপুরের নকলায় বিশ্ব মা দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালির অগ্রভাগে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, যুব উন্নযন কর্মকর্তা মো. মকবুল হোসেন, আওয়ামী লীগ কর্মী কৃষিবিদ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া এ র‌্যালিতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা বিষয়ক অদিধপ্তরাধীন বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী নারীরা অংশ গ্রহন করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন বলেন, পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। সেমতে আজ রোববার সারা দেশে বিশ্ব মা দিবস পালিত হয়।

তিনি জাননা, ভ্রুণ থেকে দশটি মাস গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই মায়ের সম্মানে তারই চরণে আজকের এ দিনে নত তাবৎ পৃথিবীর সন্তানেরা। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। তবুও আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেস ১৯১৪ সালের মে মাসের দ্বিতীয় রোববার (৮ মে রোববার) ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এদিবসটি পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।