• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মির্জাপুরের কৃতিসন্তান কামরান রাজশাহী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায় এলাকাবাসীর সংবর্ধনা

মির্জাপুরের কৃতি সন্তান কামরুল হাসান কামরান রাজশাহী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বাদ এশা মির্জাপুর সানরাইজ ক্লাবের সম্মুখে এ সংবর্ধবনা দেওয়া হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সানরাইজ ক্লাবের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান খুররম।

ক্লাবের উপদেষ্টা ও মির্জাপুর সরকারি প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ কামাল খোকা মাষ্টার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবক মো. সুলতান মাহমুদ, প্রাক্তন শিক্ষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মোনায়ুম, মির্জাপুর জামে মসজিদের ইমাম মো. রুমানুর রহমান, মো. মুজিবুর রহমান, নাঈম ইসলাম, স্বপন মিয়া, হারেজ উদ্দিন, সাদেকুল ইসলাম শাকিব, ইমরান হাসোন রানা, বুলবুল আহম্মেদ প্রমুখ।

ক্লাবের উপদেষ্টা মতিউর রহমান মতির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক খোরশেদ আলম, মিসকিন মিয়া, শহীদ মিয়া, মাহবুবুর রহমান, সুরুজ আলী, সেলিম মিয়া, দুলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, সেলিম রেজা, আতিকুর রহমান, আশিকুর রহমানসহ অত্র এলাকার মুরুব্বি ক্লাবের সদস্যবৃন্দ।

আলোচনা শেষে মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কামরানকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় বক্তারা, কামরানের সফলতা কামনা করেন। মির্জাপুরের মেধাবিরাই দেশ বিদেশে অবস্থান সৃষ্টি করে এলাকার উন্নয়ন তরান্বিত করবেন। পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।