• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে দুই যুগ পর এস.এস.সি ৯৮ ব্যাচ এর পুনর্মিলনী উৎসব

দীর্ঘ দুই যুগ পর শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো এস.এস.সি ৯৮ ব্যাচ এর পুনর্মিলনী উৎসব। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শেরপুর নিউমার্কেট হতে এক আনন্দ র‍্যালি বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

৯৮ ব্যাচের অনুষ্ঠানে সুজা উদ দৌলার সভাপতিত্বে পৌর টাউন হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত কমিটির সকলে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালিত করেন।

এর আগে শেরপুর এর বিভিন্ন স্কুল থেকে ১৯৯৮ সালে এস.এস.সি তে অংশ গ্রহন করা প্রাপ্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তারা। সংগঠনটির নাম দেওয়া হয় এস.এস.সি ৯৮ শেরপুর জেলা।

অুনষ্ঠানে ১৯৯৮ সালে এস.এস.সি তে অংশগ্রহণ করা প্রাক্তন ছাত্ররা এই অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহন করেন। দুই যুগ পর পুরাতন স্কুল সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পরেন সবাই। অনেকেই কল্পনায় ফিয়ে গেছেন চব্বিশ বছর আগের স্কুল জীবনের স্মৃতিতে। বিভিন্ন পেশায় জড়িত থাকা এই প্রাপ্তন ছাত্রছাত্রীরা তাদের স্কুল জীবনের অনেক স্মৃতি, সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।