• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

‘মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল’ এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে শুরু হলো দুই দিনব্যাপী প্রয়াস লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত টুনামেন্টের উদ্বোধন করেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এ সময় তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট এর আয়োজন দেখে আমি সারপ্রাইজ হয়েছি, ঝিনাইগাতীর মতো জায়গায় এতো সুন্দর একটি আয়োজন। আগে এই টুর্নামেন্ট সম্পর্কে শুনেছিলাম এখন দেখে অবাক হয়েছি। কখনও যদি এই টুর্নামেন্টে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি চেষ্টা করবো পাশে থাকার।’

উপজেলার সাবেক ক্রিকেটার ও দেশের বিভিন্নস্থানে কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় লিজেন্ডস অব মহারশি (১২৮/৭) ৮ রানে লিজেন্ডস অব সোমেশ্বরীকে (১২০ অলআউট) পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য কামরান হাসান কামরান, মো. আজিজুর রহমান খান, আয়োজক কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সোহেল, যুগ্ন আহ্বায়ক মো. তামজীদ প্রমুখ।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক সাখাওয়াত হোসেন সোহেল জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠেয় ও ২০ ওভারে সীমিত এই ক্রিকেট আসরে উপজেলার চারটি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হচ্ছে লিজেন্ডস অব মহারশি, লিজেন্ডস অব সোমেশ্বরী, লিজেন্ডস অব গজনী অবকাশ ও লিজেন্ডস অব সীমান্ত।

তিনি আরও জানান, প্রথম দিনের প্রথম ম্যাচে লিজেন্ডস অব মহারশির মুখোমুখি হয় লিজেন্ডস অব সোমেশ্বরী। প্রথমে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব মহারশি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে। পরে লিজেন্ডস অব সোমেশ্বরী ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে সব উইকেটের বিনিময়ে ১১৯ রান করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।