• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় লটারীর মাধ্যমে ইন্টারনেট বিল ডিজিটাল পেমেন্ট করা ১০ ভাগ্যবান গ্রাহক নির্ধারণ

শেরপুরের নকলায় এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস-এর ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট বিল ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করা গ্রাহকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ১০ ভাগ্যবান গ্রাহক নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) রাত ১০ টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় নকলা প্রেস ক্লাব-এর অফিস কক্ষে এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে ভাগ্যবান গ্রাহক নির্ধারণী লটারী অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সীমানুর রহমান সুখনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নকলা প্রেস ক্লাব-এর সভাপতি মো. মোশারফ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত ও রাজধানী ঢাকার মিরপুরস্থ সানফি সিস-এর ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) সাইফুজ্জামান খান সোহাগ।

লটারী বিজয়ী ভাগ্যবানরা হলেন- ১ম পুরষ্কার প্রাপ্ত নকলা শহরের গ্রীনরোডস্থ সুরাইয়া বেগম, যার আইডি নম্বর ৬০; ২য় পুরষ্কার প্রাপ্ত নকলা শহরের ফিডার রোডস্থ ইসলামি ব্যাংক, যার আইডি নম্বর ১৬৪; ৩য় পুরষ্কার প্রাপ্ত নকলা পৌর এলাকার জালালপুর এলাকার মনিরুল ইসলাম, যার আইডি নম্বর ৫৫; ৪র্থ পুরষ্কার প্রাপ্ত নকলা শহরের মুসলিম ডায়াগনস্টিক সেন্টারের মালিক সেলিম, যার আইডি নম্বর ২১৪; ৫ম পুরষ্কার প্রাপ্ত উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারস্থ শাহিন খান, যার আইডি নম্বর ৮৯; ৬ষ্ঠ পুরষ্কার প্রাপ্ত উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকার মামুন মিয়া, যার আইডি নম্বর ২৪৯; ৭ম পুরষ্কার প্রাপ্ত নকলা শহরের জোড়াব্রীজ পার এলাকার সোহাগ মিয়া, যার আইডি নম্বর ৪৮; ৮ম পুরষ্কার প্রাপ্ত নকলা শহরের ফেরুষা এলাকার আলম মিয়া, যার আইডি নম্বর ৮৭; ৯ম পুরষ্কার প্রাপ্ত নকলা শহরের হাসপাতাল রোডস্থ এস.আই আবু বক্কর সিদ্দিক, যার আইডি নম্বর ২৪৩ এবং ১০ম পুরষ্কার প্রাপ্ত উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকার একরামুল হক, যার আইডি নম্বর ২৫০।

এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলাম জানান, যে সকল গ্রাহক প্রতি মাসের ৭ তারিখের মধ্যে তার ব্রডব্যন্ড বিল ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করেছেন শুধু মাত্র তাদের মাঝে লটারীর মাধ্যমে ১০ ভাগ্যবান গ্রাহক নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, যেসকল গ্রাহক লটারী বিজয়ী হয়েছেন, তাদেরকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। খুবদ্রুত সময়ের মধ্যে বিজয়ীদের আমন্ত্রণ জানিয়ে এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের অফিসে এনে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেওয়া হবে। লটারীর মাধ্যমে ভাগ্যবান নির্ধারণের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।