• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন ১৪০ ভূমিহীন পরিবার

মনির হোসেন, মোংলাঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মোংলায় জমিসহ ঘর পাচ্ছেন ১৪০ জন ভূমিহীন পরিবার।
সারা দেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর ঘরের দলিল ও চাবি পাবেন ভূমিহীন ও গৃহহীন ১৪০টি পরিবার।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফিং করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ে মোংলা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি, ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) উদ্বোধনের পর এসব ঘর হস্তান্তর করা হবে। ঈদের আগেই ভূমিহীনরা ঈদ উপহার হিসেবে পাবেন এসব ঘর।

তৃতীয় পর্যায়ের এ ঘরগুলো পূর্বের দুই দফায় দেয়া ঘরের চেয়ে মজবুত ও ব্যয়বহুলও। এবারের প্রতিটি এ ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা। এর আগে প্রতিটিতে ব্যয় ছিলো ১ লাখ ৯০ হাজার টাকা। এদিকে চাঁদপাই ইউনিয়নের মাকড়ডোন গ্রামে নির্মিত ঘরের পাশাপাশি খোলা জায়গা ও পুকুর রয়েছে। রয়েছে ক্ষেত ও ফসল চাষের মাঠও। অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এ ঘরগুলো করা হয়েছে। ঘর নির্মাণে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়েছে, যাতে খুব টেকসই হয়। কাজ শেষ পর্যায়ে উপকারভোগীরা নতুন এ ঘরেই ঈদ করতে পারবেন।

তৃতীয় পর্যায়ে নির্মিত প্রতিটি ঘর সম্পর্কিত তথ্য থেকে জানা যায় ২ কক্ষ বিশিষ্ট টিনের সেমিপাকা ঘরে রয়েছে ২টি রুম, ১টি বারান্দা,পিছনের অংশে একপাশে রান্নঘর ও টয়লেট। পাঁচটি জানালা ও ৩টি দরজা। প্রতিটি ঘরের জন্য ২ শতক জমি এবং ২২ ফুট চওড়া রাস্তা ও পাশে ১৮ ফুট চওড়া রাস্তা রয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও ৩ হাজার লিটার পানির ট্যাংকির ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।