• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেখ হাসিনার আমলে বাংলাদেশ বেটার দেন বিফোর: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর শাসনমালের পর কেবল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলেই দেশ ‘ভালো থাকে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি বুকে হাত দিয়ে বলতে পারি, পঁচাত্তর পরবর্তীকালে শেখ হাসিনার আমল ছাড়া অন্য কারও আমলে দেশ এত ভালো ছিল না। শেখ হাসিনার আমলে বাংলাদেশ বেটার দেন বিফোর।’

শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,‘পরিস্কারভাবে বলতে চাই, বাংলাদেশে অনেক সরকার এসছে। বঙ্গবন্দু হত্যার পর .পঁচাত্তরের পর বহু সরকার। অনেক সরকার ক্ষমতায় এসছে। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির বরখেলাপ করেছে।ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। বিদেশ থেকে ঋণ এনে ঋণ খেয়েছে। গণতন্ত্রের নামে গণতন্ত্রের মুখোশ পরা বর্ণচোরা। এই রাজনীতিকে সবাই চিনে।’

দেশ পরিচালনায় নানা ভুলত্রুটির কথা স্বীকার করে নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেশ পরিচালনা করি, আমাদের ভুলত্রুটি থাকতে পারে। তবে আমরা দেশটাকে যত ভালোভাবে চালিয়ে যাচ্ছি, এ দেশকে যা দিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধুর পর তা এ দেশকে আর কেউ দিতে পারেনি। তারা নিজেদের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। আর শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।’

করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন রেখে কাদের বলেন, ‘আপনারা তুলনা করেন, সমালোচনা করেন। বড় বড় কথা বলেন। আজকে বাংলাদেশের মানুষ যত ভালো আছে অত ভালো কি কোনোদিন ছিল?’

আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে- বিএনপি নেতাদের এমন সমালোচনার জবাবে তিনি বলেন, ‘এদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, প্রাতিষ্ঠানিক কাঠামো বারবার ধ্বংস করেছে এই বিএনপি। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রক্ষমতা দখল করে সংবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। জিয়াউর রহমান এ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসম্পর্কে যে অলঙ্ঘনীয় দেয়াল তুলে গেছেন, তা এখনও বাংলাদেশে রয়ে গেছে।’

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি সেদিন খুনিদের প্রশ্রয় না দিলে পনের আগস্টে এই বর্বর ও মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটত না।’

চলতি বছর জুনের মধ্যে পদ্মাসেতু খুলে দেওয়ার কথা জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি, শতভাগ সততার সঙ্গে পদ্মাসেতুর কাজ শেষ হয়েছে। এই মেগাপ্রকল্পে কোনো বিদেশি ঋণ ছাড়াই নিজস্ব অর্থায়নে, শেখ হাসিনার সাহসে আমরা এই পদ্মাসেতুর কাজ সম্পন্ন করতে পেরেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘গাধা যেমন জল ঘোলা করে পানি খায়, তেমনি বিএনপিও আগামী জাতীয় নির্বাচনে জল ঘোলা করে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকার নির্বাচন কমিশনকে শুধু সহযোগিতা করবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

পরে এতিম, প্রতিবন্ধী ও বিভিন্ন অসহায়দের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ এবং নিহত কনকেের স্বজনদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেন নেতারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।