• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রমজানে বগুড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতে পরিচালিত হবে মোবাইল কোর্ট


বগুড়া প্রতিনিধি:
রমজানে বগুড়ায় ভেজাল এবং অনিরাপদ খাদ্য প্রস্তুত ও পরিবেশন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। শনিবার বিকেলে বগুড়া শহরের খাদ্য স্থাপনার মালিকক ও ম্যানেজারের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ ইফতারী প্রস্তুত, সংরক্ষণ, বিপনন ও পরিবেশন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, রমজানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজালকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। খাবারের মানসহ হোটেল ও রেস্তোরাঁর ভেতরে-বাইরে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
রমজানে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেয়া হবে না। শুধু হোটেল ও রেস্তোরাঁ নয়, পথ-খাবারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। পথ-খাবারের গুণগত মান নিশ্চিত করার বিষয়েও জেলা প্রশাসন কাজ করবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি এম. রেজাউল করিম সরকার রবিনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার রাসেল।
এসময় উপস্থিত ছিলেন ম্যাক্স মোটেলের স্বত্ত্বাধিকারী গোলাম সাকলাইন বিটুল, শ্যামলী হোটেলের পরিচালক কমল, এশিয়া সুইটস এর পরিচালক নুরুল বাশার চন্দন সহ বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ মালিক, পরিচালকবৃন্দ ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।