• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে জেলা বাজুসের সভাপতি মোহাম্মদ আলীর ইন্তেকাল

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর শেরপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং শেরপুরের সিনিয়র সাংবাদিক রফিক মজিদের জ্যাঠা মোহাম্মদ আলী মিয়া (৮০) আর নেই। বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইবনে সিনা হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার একমাত্র পুত্র জেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকার পতন আন্দোলনে শহীদ হন।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মিয়ার মৃত্যুতে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রৌশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মলয় মোহন বল, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বাজুস জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশীল মালাকার গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া তার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের এমডি ও বাজুস এর কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীর আলাদা শোক বার্তা পাঠিয়ে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।