• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগে’র স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে উপজেলা প্রশাসনের কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধাদের বসার আসন কম থাকার অভিযোগে এনে অনুষ্ঠান বর্জন করেছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনএর নেতৃত্বে আনুষ্ঠান বর্জন করে প্রায় ৪ শতাধিক বীর মুক্তিযোদ্ধাগন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে চলে আসেন।

পরে প্রশাসন আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচীর অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা: মুরাদ হাসান ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা এবং সাবেক জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মুক্তিযোদ্ধা সংসদে সমঝোতা বৈঠক শেষে ২ ঘন্টার পর অনুষ্ঠানে যোগদেন বীর মুক্তিযোদ্ধাগণ।

রাষ্ট্রীয় কর্মসুচীতে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের বিষয়ে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারর্গদেরকে সংবর্ধনা প্রদান শেষে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তারসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী।

অপর দিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মাজারে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুন অর রশীদ জানান, আমরা প্রশাসনের কর্মসূচী বর্জন করি নাই। তবে দলীয় কর্মসূচীতে ব্যাস্ত থাকায় প্রশাসনের রাষ্ট্রীয় কর্মসুচীতে অংশ গ্রহন করতে পারি নাই।

জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ২ বারের নির্বাচিত সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন জানান, স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের কর্মসুচীতে বীর মুক্তিযোদ্ধাদের বসার আসন সংকটের কারনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের একপর্যায়ে তারা মুক্তিযোদ্ধা সংসদে চলে আসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ভুল স্বীকার করলে বীর মুক্তিযোদ্ধাগণ প্রশাসনের রাষ্ট্রীয় কর্মসুচী যোগদেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উপমা ফারিসা জানান, একটু ভুলবুঝাবুঝি কারনে রাষ্ট্রীয় কর্মসুচী থেকে চলে বীরমুক্তিযোদ্ধাগন চলে গিয়েছিল। পরে সংসদ সদস্য ডা: মুরাদ হাসান সহ নেতৃস্থানীয়দের মাধ্যস্থতায় বীর মুক্তিযোদ্ধাগণদের সাথে নিয়ে রাষ্ট্রীয় কর্মসুচী পালন করেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।