• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রমজানে স্কুলে ক্লাস সাড়ে নয়টা থেকে তিনটা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষের পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ক্লাস হবে। তবে, এ মধ্যে শিক্ষকরা ৩০ মিনিট নামাজের বিরতি পাবেন।

রমজানের মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস পরিচালনার বিস্তারিত জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার এ আদেশ জারি হয়।

আদেশে অধিদপ্তর বলছে, পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শ্রেণি পাঠদান চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষক সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাস বিন্যাস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন। প্রধান শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিনের বিষয়ে ক্লাস্টারের সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাবেন।

গত মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ২০ রমজান পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষকরা পুরো রমজানই ছুটি বহাল রাখার দাবি জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোরগোল। সোচ্চার হয়েছেন, শিক্ষক সংগঠনগুলোর নেতারাও। ছুটি বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

শিক্ষকরা বলছেন, রমজানের ছুটিতে পুরোদমে রোজা রেখে ক্লাস করার পর শিক্ষিকাদের বাড়ি ফিরে অনেক কাজ করতে হবে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ঈদের পর প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা ক্লাসের সময় বাড়ানো যেতে পারে।

এদিকে শিক্ষকদের দাবির বিরোধিতা করে অভিভাবকদের কেউ কেউ বলছেন, কয়েক বছর আগেও ২০-২২ রমজান পর্যন্ত ক্লাস হতো। এবার রমজানে পুরো সময় ক্লাস হলে শিক্ষকরা প্রাইভেট বা টিউশনি করাতে পারবেন না। তাই পুরো রমজান ছুটি চাইছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।