• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

পেদ্রি ম্যাজিকে কোয়ার্টারে বার্সেলোনা

ইউরোপা লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে গালাতাসারায়কে ২-১ গোলে হারিয়েছে চাভি এরনান্দেসের বাহিনী। এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বার্সেলোনা।

কাম্প ন্যুয়ে হোঁচট খাওয়ার পর তুরস্কে গিয়ে দুর্দান্ত জয় পেল বার্সেলোনা। এক গোলে পিছিয়ে থেকে পেদ্রি ম্যাজিকে দারুণভাবে কামব্যাক করে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ইউরোপা লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে গালাতাসারায়কে ২-১ গোলে হারিয়েছে চাভি এরনান্দেসের বাহিনী।

এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কাতালানরা।

প্রথম লেগে ন্যু ক্যাম্পে বার্সাকে থমকে দেয় গালাতাসারায়। গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ হলে কঠিন চ্যালেঞ্জ নিয়ে তুরস্কে যায় চাভির দল।

চাভির অধীনে নতুন উদ্যমে চাঙা হওয়া দলটি ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করতে থাকে। বলের দখল রেখে একের পর এক আক্রমণ সাজাতে থাকে।

শুরুতেই লিড নিয়ে ফেলত বার্সা। ডি-বক্সের ভেতরে গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও জালের সন্ধান পাননি বার্সার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং।

এদিকে ডিফেন্স সামলে পাল্টা আক্রমণের কৌশলে নেমে প্রথম বাজিমাতটা করে গালাতাসারায়।

পাল্টা আক্রমণে কর্নার আদায় করে স্বাগতিকরা। সেই কর্নার থেকে ম্যাচের ২৮ মিনিটে ঘরের মাঠে সমর্থকদের গোলের উল্লাসে মাতান গালাতাসারায়ের অধিনায়ক মারকোস টিসেইরা

এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতেও খুব একটা সময় নেয়নি বার্সা। ৯ মিনিট পর পেদ্রি ম্যাজিকে সমতায় ফেরে দলটি। ফেরেন তোরেসের কাছ থেকে বল পেয়ে তিন ডিফেন্ডারকে ভেলকি দিয়ে ডান পায়ে দারুণ ফিনিশিং করেন পেদ্রি।

বিরতি থেকে ফিরেই প্রথমবার ম্যাচের লিড নিয়ে ফেলে বার্সা। এবার পেদ্রির শট প্রথমবারে রুখে দেন গালাতাসারের গোলকিপার ইনাকি পেনিয়া।

ফিরতি বলে হেডে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের কাছে ঠেলে দেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। সিক্স ইয়ার্ডের ভেতর থেকে সেটি জালে জড়াতে এতটুকু কষ্ট করতে হয়নি গ্যাবনের এই স্ট্রাইকারকে। আলতো ছোঁয়ায় বল গুজে দেন জালে।

লিডের উল্লাসে মাতে বার্সা। এর মধ্য দিয়ে ১০ ম্যাচে ৭ গোলের দেখা পেলেন আর্সেনাল থেকে কাতালান দলে ধারে যোগ দেয়া এই ফুটবলার।

শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে চাভির বাহিনী। দারুণ জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।