• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

টাইগারদের পেস বোলিং কোচ ডোনাল্ড

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালান ডোনাল্ডকে। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সংগে যোগ দেবেন তিনি। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।

ডোনাল্ড ২০০৭ সালে সংক্ষিপ্ত মেয়াদে ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০১৩-১৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচ ছিলেন তিনি। সর্বশেষ ৫৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান নিজ দেশের নাইটস ক্রিকেট ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসারদের একজন ডোনাল্ড। তিনি ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। দশ বছরের টেস্ট ক্যারিয়ারে ৭২ ম্যাচে নিয়েছেন ৩৩০ উইকেট। ওয়ানডে ফরম্যাটে ১৬৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ১২১৬টি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৮৪ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে ডোনাল্ড বলেছেন, ‘বাংলাদেশের মত বড় আন্তর্জাতিক দলের প্রস্তাব প্রত্যাখান করতে পারলাম না। অনেক স্মৃতি নিয়েই নাইটস ক্লাব ত্যাগ করছি। তোমাদের সাফল্যে আমি নিয়মিত চোখ রাখবো।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।