• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহের বিলে মিললো অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলি গ্রামের ধলাই বিলে মিলেছে অজ্ঞাত বৃদ্ধ(৫৫)এর গলিত মরদেহ। আজ সকালে খোঁজ পেয়ে স্থানীয় জনতা তারাকান্দা থানায় খবর দিলে দুপুরে বৃদ্ধের লাশটি উদ্ধার করে যথারীতি হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ধলাই বিলের শেষ সীমানা ঘেঁষা ঢাকিরকান্দা মৌজাস্থিত হাবিবুর রহমানের পুত্র লুৎফর রহমানের জমিতে থাকা ডুবায় জলসেচের মাধ্যমে মাছ ধরতে যাবার পর স্থানীয়রা দেখতে পান কচুরিপানার নিচে প্লাষ্টিকের বস্তায় প্যাচানো অবস্থায় মরদেহটি ডুবন্ত অবস্থায় রয়েছে।

এরপর স্থানীয়রা তারাকান্দা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌছায় থানা পুলিশ।এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেলের এএসপি দীপক চন্দ্র মজুমদার,ডিবি,সিআইডি,পিবিআই,এবং ক্রাইমসিন ইনভেস্টিগেশনের সদস্যরা।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করছেন তারা। তিনি আরও জানান, আনুমানিক এক অথবা দেড় মাস আগে বৃদ্ধকে হত্যার পর এখানে এনে গুমের চেষ্ঠা করা হয়েছে বলে মনে হচ্ছে।আমরা বৃদ্ধের মরদেহ উদ্ধারের সময় গলায় প্লাষ্টিকের নেটে মোড়ানো ভারী কাঁদা মাটির উপস্থিতি পেয়েছি। দীর্ঘদিন কচুরিপানার নীচে থাকায় মরদেহটি পচেঁ গেছে।

এ সময় হত্যাকান্ডের শিকার বৃদ্ধের মরদেহটিতে থাকা শীতবস্ত্রের পকেট হতে ওমিপ্রাজল ক্যাপসুল, ডেলিস কাপকেক, ড্রাইকেক, ক্রিম বিস্কুটের প্যাকেটের সাথে ২ ,৫,১০,২০ টাকার নোট এবং কিছু কয়েনও উদ্ধার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।