• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুড়িয়ে দেয়ার নির্দেশ আদালতের

ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জের সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে, হাইকোর্টের নির্দেশনা না মানায় সাভারের চামড়া শিল্পনগরীর ৭টি কারখানার বিদুৎ ও পানির লাইন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিশ্বের দুষিত বায়ুর শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার নাম কখনো প্রথম কখনো বা দ্বিতীয় স্থানে।
এর প্রধান কারন কালো ধোয়া নিঃসরণকারী ইটভাটা ও কল-কারখানা, অপরিকল্পিত অবকাঠামো নির্মান ও বর্জ্যব্যাবস্থা।

গত বছর পরিবেশ রক্ষায় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ দফা নির্দেশনা দেন হাইকোর্ট। এর মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ ইটভাটার তালিকা এবং তা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অগ্রগতি জানতে চান হাইকোর্ট। মোঙ্গলবার পরিবেশ অধিদপ্তর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার ৮ টিতে অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জে ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুর ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে শুনানী নিয়ে সকল অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

এদিকে, হাইকোর্ট ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকার পরও দুষণকারী ট্যানারির তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলায় সাভারের চামড়া শিল্প নগরীর ৭টি কারখানার বিদুৎ ও পানির লাইন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

রাতের আঁধারে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

স্থানীয়দের অভিযোগের পর গত সোমবার রাতে গিয়ে দেখা যায়, শিল্পনগরের কেন্দ্রীয়বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) থেকে পাইপ বসিয়ে তরলবর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। শিল্পনগরের চামড়া পরিশোধনের কারখানা বা ট্যানারিতে উৎপাদিত চামড়ার তরলবর্জ্য পরিশোধন করে নদীতে ফেলার কথা। এ জন্য প্রায় ৫৪৭ কোটি টাকা ব্যয়ে সিইটিপি করা হয়েছে। আর নদী দূষণ ঠেকাতেই রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সরিয়ে সাভারে চামড়া শিল্পনগরে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।