• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে গভীর নলকূপ বেদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আমিরুল ইসলাম:
শেরপুরের নালিতবাড়ীতে গভীর নলকূপ বেদখলে রাখায় বোর মৌসুমে সেচ বঞ্চিত কৃষকেরা নলকূপটি স্থানান্তরের দাবীতে মানববন্ধন করেছে।

জানাগেছে, নালিতাবাড়ী উপজেলার কাওয়াকুড়ি গ্রামে ১৯৭৬/১৯৭৭ সালে বিএডিসির মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের পর ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় আজমত আলী। পরবর্তীতে ১৬ নং গভীর নলকূপটি বিএডিসি বিক্রির সিদ্ধান্ত নিলে ১৯৯১সালে বিএডিসির নিকট থেকে আজমত আলী ক্রয় করে মালিক হিসেবে বিভিন্ন কৃষকদের প্রায় ৮০/৯০ একর জমিতে বোর ধান উৎপাদনে সেচ প্রদান করেন।
২০১৭ সালে গভীর নলকূপটির মুল মালিক আজমত আলীর নিকট থেকে জোরপূর্বক আত্বসাতের উদ্দেশ্যে হেন্ডেল ও মেশিন ঘরের চাবি ছিনিয়ে নেয়
একই গ্রামের সায়েদুল ইসলাম মাষ্টার।

এছাড়াও ৩০০শ ফুট পাকা ড্রেন ভেঙ্গে ইট, কলম সেপ ও লোহার পাইপ তুলে নিয়ে যায় সাইদুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে সেই হাউজিং এ এক ঘোড়া তিনটি মোটর বসিয়ে সায়েদুল ইসলাম তার ব্যাক্তিগত পুকুরে সেচ দিয়ে আসছে। এতে এলাকার সেচ বঞ্চিত কৃষকেরা বোর মৌসুমে সেচ দিতে না পারায় বেদখল হওয়া গভীর নলকূপটি সায়েদুল ইসলাম মাষ্টারের হাত থেকে উদ্ধার ও স্থানান্তরের দাবীতে (২৭ ফেব্রুয়ারি ) রবিবার দুপুরে কাওয়াকুড়ি বাজারে ক্ষুব্ধ কৃষকরা মানববন্ধন করেন।
কৃষক আঃ হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী আয়ুব আলী, ইসমাইল হোসেন, আঃ মান্নান, তোতা মিয়া প্রমূখ।

এলাকাবাসী এবিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের দাবী জানান।

এব্যাপারে সায়েদুল ইসলাম মাষ্টারের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, তারা মেশিন নিয়ে যাবে আমার কোন দাবী বা আপত্তি নাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।