• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ব্রহ্মপূত্র নদ খননে স্বচ্ছতার দাবি জানিয়ে ময়মনসিংহের নদপাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন

ব্রহ্মপূত্র নদ খননে স্বচ্ছতার দাবি জানিয়ে ময়মনসিংহের স্বতস্ফুর্ত জনগণের ব্যানারে বৃহতিবার বিকেলে নদপাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছে বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ । মানববন্ধন থেকে ব্রহ্মপূত্র নদ খননে অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অংশ গ্রহনকারীরা।

মানববন্ধনে ময়মনসিংহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড: মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ঠিকাদার কাজ যদি সঠিকভাবে না করে, বিল করে নিয়ে যাবে এটা হতে পারেনা।তিনি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান, কি কাজ হচ্ছে প্রতি আধা কিলোমিটার পর পর সাইনবোর্ড তা লিখে দিতে হবে। সরকারের কাছে দাবি জানান বিস্তারিত তথ্য ময়মনসিংহের গণমাধ্যম, রাজনীতিকসহ সমাজের সকলের কাছে তুলে ধরতে হবে। শেখ হাসিনার সরকারের টাকা অপচয় হয়ে যাবে এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

এ ছাড়া জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুঞ্জুর মোর্শেদ, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড: নজরুল ইসলাম চুন্নু, জন উদ্যোগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড: আঃ মোতালেব লাল, ময়মনসিংহ বাংলার মুখের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক প্রদীপ ভৌমিক প্রমুখ।

এবিষয়ে বিআইডাব্লিউটিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রকিবুল হাসান তালুকদার বলেন, মানববন্ধনের কথা তিনি শুনেছেন। চলমান প্রকল্পটি পাচ বছর মেয়াদী। অর্থ বরাদ্দ সাপেক্ষে বাকি মেয়াদে কাজ শেষ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।