• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ী যমুনা সারকারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা; আহত ২০, আটক ৮

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কারখানা লিমিটেড (জেএফসিএল)এর শ্রমিক কর্মচারীদের (সিবিএ) নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দল চরম আকার ধারন করেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তথ্য সংগ্রহ করতে যাওয়া ৪ জন সাংবাদিকসহ প্রায় ২০ জন দলীয় এবং পথচারী মারাত্মক ভাবে আহত হয়েছে। পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্তনে আনে। এ সময় সরিষাবাড়ী থানা পুলিশ ৮ জনকে আটক করেছে।

সরেজমিনে ও আহত সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, যমুনা সারকারখানায় সিবিএ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে কোন্দল দেখা দেয়। আধিপত্য বিস্তারে আওয়ামীলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা শো’ডাউনের মাধ্যমে নিজেদের অবস্থার জানান দেন। বৃহঃবার সকালে আধিপত্য বিস্তারের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহজাহান এবং তোফাজ্জল হোসেন টিটুর গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষ দেশীয় ধারালো অ¯্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারাকান্দি এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য যমুনা সারকারখানা এলাকায় যান। এ সময় আওয়ামীসন্ত্রীরা ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর হামলা করে। হামলায় আহত সাংবাদিকরা হলেন মুভি বাংলা টিভি ও আমার সংবাদ পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন, সৃষ্টি টিভির প্রতিনিধি আবু সাঈদ, ৭১ বাংলা টিভি ও দৈনিক খবর পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, এবং বিজয় টিভির প্রতিনিধি সোহানুর রহমান। এ সময় সাংবাদিকদের নিকট থেকে দুইটি মোবাইল ও পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও আওয়ামীলীগের উভয় গ্রুপের মধে হামলায় ডুরিয়ার ভিটা গ্রামের আনিছুর রহমান, আল আমিন মন্ডল, সাইফুল ইসলামসহ প্রায় ১৬জন আহত হন। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলা চলাকালে তারাকান্দি এলাকায় আতঙ্ক নেমে আসে। মূহুর্তে দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছাড়ে। সার পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় বলে শ্রমীকরা জানায়। এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ আটক করেছে ৮ জনকে।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল লতিফ জানান, তাৎক্ষণিকভাবে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক ও তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদএর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ফলে এখন পরিস্থিতি কিছুটা শান্ত বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।