• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে জমি অধিগ্রহণের দ্বিতীয় পর্যায়ের ৪ কোটি টাকার চেক প্রদান

শেরপুরে কানাশাখোলা-অষ্টমীতলা সড়ককে আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে দ্বিতীয় পর্যায়ের ক্ষতিপূরণের প্রায় ৪ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনডিসি মিজানুর রহমান জানান, শহরের অষ্টমীতলাস্থ বাস টার্মিনাল থেকে কানাশাখোলা পর্যন্ত সংযোগ সড়কটি উন্নতকরণ ও প্রশস্তকরণ করতে প্রকল্পের অনুকূলে এল.এ কেস নং ৫/১৮-১৯ মূলে ৪.৮০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় হবে ২৬ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩০ টাকা। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩৭টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ দ্বিতীয় পর্যায়ে ৩৭টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৯৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকার চেক হস্তান্তর করাহ হলো। বাকি পরিবারগুলোকেও শিগগিরই চেক হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শেরপুর শহরের অষ্টমীতলাস্থ নতুন বাস টার্মিনাল থেকে কানাশাখোলা পর্যন্ত ২.৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক কাজটি বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।