• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে সাংবাদিক আলিমের মাতৃবিয়োগ ॥ বিভিন্ন মহলের শোক

শেরপুর প্রেসক্লাবের সদস্য, শ্যামলবাংলা২৪ডটকম’র ক্রীড়া সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি, আল আমিন আমিনের মা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের স্ত্রী লাইলী বেগম (৫৮) আর নেই।

তিনি ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে শহরের খরমপুরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি, স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। একইদিন বাদ আছর স্থানীয় ডা. সেকান্দর আলী কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, মরহুমার বড়ভাই জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কমল উদ্দিন কমল ও মরহুমার ছেলে আল আমিন আলিম।

জানাজায় সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহিদুল ইসলাম জিহাদ ও বায়েযীদ হাছানসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন।

এদিকে তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।