• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্যামলবাংলা২৪ডটকম’র উদ্যোগে শেরপুরে বসন্তবরণ ও ভালোবাসা দিবসে আলোচনা-কেক কাটা

শেরপুরে পহেলা ফাল্গুনে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম ওই অনুষ্ঠানের আয়োজন করে।

শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে বসন্তের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি, বিশিষ্ট কবি-সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ। আর ভালোবাসা দিবসের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন কবি সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট-গবেষক ও সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাপ্তাহিক দশকাহনীয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক মুহাম্মদ আবু বকর, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, স্বেচ্ছাসেবক আল আমিন রাজু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে শ্যামলবাংলা পরিবারের এমন আয়োজনে উচ্ছ্বসিত প্রশংসা ব্যক্ত করেন। সেইসাথে তারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রথম নিবন্ধনপ্রাপ্ত এ পোর্টালের আরও সমৃদ্ধি কামনা করেন।

শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুলের উপস্থাপনায় অনুষ্ঠানে বসন্তের সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক ইউসূফ আলী রবিন ও স্বরচিত কবিতা পাঠ করেন সাংবাদিক কামরুজ্জামান বাদল।

অনুষ্ঠানে শ্যামলবাংলা পরিবারের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক জুবাইদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগীয় সম্পাদক ডা. হাফিজুর রহমান লাভলু, আইন বিভাগীয় সম্পাদক এ্যাডভোকেট তাজুমুল ইসলাম, স্টাফ রিপোর্টার মইনুল হোসেন প্লাবন ও হাসানুল বান্না সিফাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান হাসান রাব্বী, সিনিয়র সাংবাদিক ফজলুল কবীর সুরুজ, দৈনিক তথ্যধারার ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, সবুজ আন্দোলন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হালিমা বেগম ইতি, সাংবাদিক আবু হানিফ, শহিদুল ইসলাম হিরা, কাজী মাসুম, মনিরুজ্জামান রিপন, হোসাইন আহমেদ মোল্লা মামুন, বাবু চক্রবর্তী, তারিকুল ইসলাম, নাইম ইসলাম, বুলবুল আহমেদ, শাহরিয়ার শাকির, নাজমুল হোসাইন, সুলতান আহমেদ, রাজাদুল ইসলাম বাবু, হামিদুর রহমান, সাঈদ আহমেদ সাবাব, সমাজসেবক সাইফুল ইসলাম, সুলতান আহম্মেদ সুজন, শিক্ষানবীশ সাংবাদিক সাদ্দাম আহমেদ, নাদিম হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে শ্যামলবাংলা২৪ডটকম পরিবারের তরফ থেকে বসন্ত ও ভালোবাসা দিবসের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। আলোচনা শেষে শ্যামলবাংলা পরিবারের কর্ণধার রফিকুল ইসলাম আধার সকলকে নিয়ে কেক কাটেন। সবশেষে অতিথিসহ সবাই এক মধ্যাহ্নভোজে মিলিত হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।