• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বিপুল উৎসাহ উদ্দীপনায় উদ্‌যাপিত হতে যাচ্ছে কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

মনির হোসেনঃ
১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২২ যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ হতে বিশেষ অতিথি কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে এবং মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে নিম্নে বর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পেলেন যারা তারা হলেন- ক্যাপ্টেন শেখ মোঃ জসিমুজ্জামান, (ট্যাজ), বিএসপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন। কমান্ডার এম ইমাম হাসান আজাদ, (সি), পিএসসি, বিএন। লেঃ কমান্ডার এম আলীমুল ইসলাম, (ট্যাজ), বিএন, লেঃ কমান্ডার শেখ মাহমুদ হাসান, (জি), বিএন, লেঃ কমান্ডার আমিরুল হক, (জি), বিএনভিআর, লেঃ কমান্ডার ওয়াসিম আকিল জাকী, (এক্স), বিএন মোহাম্মদ সাহ জামাল, এমসিপিও(এক্স)(টিডি-১), এম মামুনুর রশিদ, সিপিও (এফসি-১) মোঃ আলী হোসেন, এলএস(এফসি-১),শাওন আহম্মেদ, আরও(জি)-১।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) যারা পেলেন তারা হলেন- ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ, (এন), পিএসসি, বিএন, লেঃ কমান্ডার মোঃ সাইয়েদুল মোরসালিন, (এক্স), বিএন, লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি, (এক্স), বিএন, লেঃ এম আতাহার আলী, (এসডি)(কম), বিএন, এম খলিলুর রহমান মিঞা, এমসিপিও(এক্স (কিউএ-১), মোঃ আবদুল্লাহ আল মামুন সরকার, পিও(মেড) (আইসিএ), এম মনিরুজ্জামান, এলএসএ মোঃ তারেকুল ইসলাম, এলএস(এফসি-২), কাঞ্চন দেবনাথ, এলপিএম, মোঃ রাশেদুজ্জামান, এবি (এফসি-৩),

কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) যারা পেলেন তারা হলেন- ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, (জি), পিসিজিএম, এনসিসি, পিএসসি, বিএন, ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), পিএসসি, কমান্ডার এম জহিরুল ইসলাম, (সি), এনপিপি, বিসিজিএম, বিএন, কমান্ডার মোহাম্মদ সাজিদ আতাউর রহমান, (এস), পিএসসি, বিএন, লেঃ কমান্ডার মোঃ নাদিম চৌধুরী সজিব, (ই), বিএন, এম আব্দুল মালেক, এমসিপিও(এক্স)(এফসি-১), মোঃ রুহুল কুদ্দুস, সিপিও(কিউএ-১), মোঃ বোরহান উদ্দিন আহমেদ, পিও(কিউআরপি-১), মোহাম্মদ রফিকুল ইসলাম এলএস(কিউআরপি-১), মোঃ সাদ্দাম হোসেন, এলরাইটার।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) পেলেন যারা তারা হলেন- কমান্ডার শহিদুল ইসলাম, (ট্যাজ), বিএসপি, বিএন, কমান্ডার এম আবু সাঈদ, (সি), বিএন, কমান্ডার মোঃ নূর হাসান, (ই), পিএসসি, বিএন, সার্জন কমান্ডার তানভীর আহমেদ, এমপিএইচ, এএমসি, এম জামাল হোসেন, ইএ-৪, এ টি এম তৌহিদুজ্জামান , পিও (জিআই), এম সোহেল রানা, এলকুক,মাসুদ জমাদার, এমই-১, আসাদুজ্জামান ভুইয়া, উচ্চমান সহকারী, মোঃ এনামুল হক, এমটিডি। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপক‚লীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপক‚লীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।