• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেষ হলো গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

ভূমি অধিকার, কৃষি জমি, জলাশয় এবং পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ওই কর্মশালার সমাপ্তি হয়।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় ও আয়োজনে ৩ দিনের এই কর্মশালায় সারাদেশ থেকে ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রথম দিন সকাল ৯ টায় এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা (ভিডিও কনফারেন্সে) সংযুক্ত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন।

টানা তিনদিন ব্যাপী এই কর্মশালায় অতিথি হিসেবে বেলা এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সমকালের নির্বাহী সম্পাদক আবু সাঈদ খান, এএলআরডি এর এমকেএম বুলবুল আহমেদ, সেড এর নির্বাহী পরিচালক ফিলিপ গাইন, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী নাদিরা কিরন ও এনজিও বিষয়ক ব্যুরো উপসচিব এবং উপ-পরিচালক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

কর্মশালায় ভূমি অধিকার, কৃষি জমি, জলাশয়, পাহাড়, নারীর ক্ষমতায়ন, নদী ও পরিবেশ সুরক্ষা, অনুসন্ধানী খবরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় আজকের পরিবর্তনের বরিশাল প্রতিনিধি খন্দকার মনিরুল আলম, আজকের পত্রিকার দোয়ারা বাজার, সুনামগঞ্জ প্রতিনিধি আশিস রহমান, সুনামগঞ্জ কন্ঠের মাহবুবা বেগম, সমকালের বানারপাড়া, গাইবান্ধা প্রতিনিধি আসাদ খন্দকার, দৈনিক মুক্ত বার্তার গাইবান্ধা প্রতিনিধি মিমি সরকার, দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, দৈনিক সংবাদের মাধবী কুজর, দৈনিক নবচেতনার সিরাজগঞ্জ প্রতিনিধি শাহীন শেখ, বাংলা ৭১ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন, আজকের কাগজের ময়মনসিংহ প্রতিনিধি মারুফা জাহান , ঢাকা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরত এ খুদা, জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টো, চ্যানেল ২৪ এর ময়না খাতুন, মাবুব বার্তার পার্বতীপুর প্রতিনিধি মুক্তা আরা পারভীন, ঢাকা পোস্টের ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুল হক, ডেইলি উত্তর কন্ঠের বগুড়া প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ টুডের বগুড়া প্রতিনিধি শামীমা আক্তার, মোহনা টিভির শারমিন স্বর্না উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে রাজধানী ঢাকাস্থ মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ কর্মশালা শুরু হয়ে চলে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) পর্যন্ত। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এএলআরডি এর কর্মসূচি কর্মকর্তা (প্রশিক্ষণ) মির্জা মোঃ আজীম হায়দার ও সহকারী আলোচক ফারহানা ফেরদৌস। স্বাস্হ্যবিধি মেনে এবং সুন্দর ও মনোরম পরিবেশে এ কর্মশালা শেষে এএলআরডি এর পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।