• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

বগুড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার ভোর ৪ টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের পুরান বগুড়া এলাকার আকরাম আলীর ছেলে শাহরিয়ার সানি (৩২) ও আতাউল্লাহর ছেলে মোহাম্মাদ কোরবান (২৯)। এ ঘটনায় আরেক অভিযুক্ত মোহাম্মাদ রবিন (২৮) এখনও পলাতক আছেন৷ এর আগে ১৪ জানুয়ারি ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় ওই ৩ জনকে অভিযুক্ত করে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী অভিযুক্ত শাহরিয়ার সানির পূর্ব পরিচিত। ১৩ জানুয়ারি ছাত্রী শহরের জলেশ্বরীতলা এলাকায় তার বান্ধবীদের সাথে ঘুড়তে আসেন। ওই সময় সানি ভুক্তভোগীকে নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা বলে রিকশা করে নিয়ে যায়। এক পর্যায়ে শহরের ওয়াবদা গেট এলাকায় পৌঁছালে সানি ছাত্রীকে জোর করে রবিনের বাসায় নিয়ে যায়। পরে সেখান আগে থেকে উপস্থিত বাকি দুই অভিযুক্তসহ তিনজন ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় ও মারধর করে। একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুরু করলে সানি ও তার সহযোগিরা তাকে ছেড়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, তারা এজাহারভুক্ত ২ জন অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছেন। তাদের শনিবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে৷ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।