• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময়

হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যবসা-বাণিজ্য সহ সকল বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির নেতারা মতবিনিময় করেছেন। গকাল ১৩ আগষ্ট রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি’ ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহমুদুল হক রুবেল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয় যাওয়ার পর নানাভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কোন সমস্যা হতে দেয়নি। আপনারা নির্ভয়ে ব্যবসা বানিজ্যসহ স্বাভাবিক কাজ চালিয়ে যান আমরা আপনাদের পাশ্বে আছি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী বলেন, আমরা শুরু থেকেই আপনাদের পাশ্বে আছি, থাকবো। কাউকে কোন চাঁদা বা টাকা পয়সা দিবেননা। কেউ চাঁদা চাইতে গেলে আমাদেরকে জানান, আমরা চাদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো। আপনারা গুজবে কান দিবেননা।

এসময় হিন্দু সম্প্রদায়ের লোকজন সন্তোষ প্রকাশ করেন। তারা জানান শেরপুরে বিএনপির নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমরা অনেক খুশি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।