• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে সংখ্যালঘুদের উপর হামলার গুজব : প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের শ্রীবরদীতে সংখ্যালঘুদের উপর হামলার গুজব তুলেছে এক সংখ্যালঘু। গত ৫ আগস্ট একটি মেসেঞ্জার গ্রুপে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রীবরদী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায় ঐ অভিযোগ করেন।

এঘটনায় শ্রীবরদীতে চাঞ্চল্য বিরাজ করেছে। এনিয়ে শ্রীবরদী পৌর শহরের সকল সংখ্যালঘু নেতৃবৃন্দ অভিযোগকারীকে সাথে নিয়ে শুক্রবার (৯ আগস্ট) রাতে পৌর বাজারের রাধাগোবিন্দ মন্দিরে সংবাদ সম্মেলন করেন। এসময় অভিযোগকারী লিটন প্রসাদ রায় তাঁর ভুল স্বীকার করেন। তিনি বলেন, সেদিন আমি আতঙ্কিত হয়ে গ্রুপে লিখেছিলাম। এটা ঠিক হয়নি।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখে লিটন প্রসাদ রায় তাদের সংগঠনের মেসেঞ্জার গ্রুপে নেতৃবৃন্দের কাছে মিথ্যা অভিযোগ করেন। এসময় তিনি লিখেন, “আমাদের শ্রীবরদীর অবস্থা অনেক খারাপ, আমার উপরে অ্যাটাক করেছে, আমি এক নির্বাচন কমিশনের বাসায় আছি, আমার বাসার অবস্থা বেশি ভালো না, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন”। বিষয়টি তাঁরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের অবগত করলে ৫ আগস্টে শ্রীবরদী উপজেলার যুব ঐক্য পরিষদের সভাপতির বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট উল্লেখ করে লিখিত প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে বিষয়টি শ্রীবরদীর হিন্দু নেতৃবৃন্দ অবগত হলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার দত্ত পিন্টু। তিনি বলেন, আমরা শ্রীবরদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের লোকজন চলাফেরা করছি। এখন পর্যন্ত শ্রীবরদীতে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। এসময় সহ সভাপতি শম্ভু সাহা, তাপস রায়, রতন সাহা, কাকন সোম, রবী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।