• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার পাইস্কা বাইপাস এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বালক অনূর্ধ্ব-১৭ খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি বেগম মতিয়া চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে (ভার্চ্যুয়াল) উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক প্রমুখ।

এসময় ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ৭নং টালকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম মিয়া, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, সদস্য রাইসুল ইসলাম রিফাত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়গন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বানেশ্বর্দী ইউনিয়ন একাদশ ও টালকী ইউনিয়ন একাদশের মধ্যে উদ্বোধনী খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে টালকী ইউনিয়ন একাদশ ২-০ গোলে বানেশ্বর্দী ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলার ফিকচার মোতাবেক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আগামী ৬ জুলাই শনিবার বিকেলে ও ৭ জুলাই রবিবার বিকেলে সেমিফাইনাল এবং ১০ জুলাই বুধবার বিকেল ৩ ঘটিকায় একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।