• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মেলান্দহে ডোবা থেকে এক ব্যক্তির  লাশ উদ্ধার

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর :
জামালপুরের মেলান্দহ উপজেলার  আদ্রা ইউনিয়ন থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
নিহত ওই বৃদ্ধর নারী জামালপুর সদর উপজেলা হাট চন্দ্রা  গ্রামের মৃত তাজ মাহমুদ শেখের পুত্র মোঃ সামাদ(৫৮)। এলাকাবাসী সূত্রে জানা গেছে,স্থানীয়রা লাশটি আদ্রা বড় বাড়ির পাশে ডুবায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ডুবা থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে নিহতের বোন বুলি বেগম জানান, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না, আমার ভাই পাগল এবং মৃগী রোগী ছিল, একবার স্ট্রোক করেছিল। সে কাউকে কিছু না জানিয়ে এর আগেও অনেকবার বাড়ি থেকে চলে গিয়েছিল আমরা খোঁজাখুঁজি করে বাড়ি নিয়ে এসেছিলাম। গতকালও কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে, আমরা জামালপুর শহরে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি, লোক মারফৎ শুনে আজকে এখানে এসে ভাইয়ের লাশ পেলাম।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন, মেলান্দহ  মাদারগঞ্জ সার্কেল এসপি সামিউল আলম পিপিএম, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান, ওসি তদন্ত মোঃ আব্দুল মজিদ, সাথে ছিলেন এসআই আবুল কাশেম, এস আই প্রভাষ চন্দ্র দাস, এসআই এনামুল হক সিদ্দিকী।
মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।