• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় উন্নয়ন সংস্থা সালোম এর প্রকল্প সমাপনী মূল্যায়ন সভা

মোংলায় ড্রীম কনসালটেন্সী লিমিটেডের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম এর বিভিন্ন স্তরের স্টকহোল্ডার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রকল্প সমাপনী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত প্রকল্প সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

সমাপনী সভায় বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বিভাগের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ডিসিএল এক্সপার্ট এলিস অরুণ মজুমদার, সালোম মোংলার এরিয়া কোর্ডিনেটর সৌরেন্দ্র মন্ডল ও ড্রীম কনসালটেন্সী লিমিটেডের সহকারি পরিচালক ও কোর্ডিনেটর আসফিয়া নিশো বৃষ্টি।

সভায় বক্তারা বলেন, নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা টিয়ার ফান্ডের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালে মে মাস পর্যন্ত তিন বছর মেয়াদী ক্লাইমেট রিজিলিয়েন্স সাসটেইনেবল লাইভলিহুড প্রজেক্ট ফর ভালনারএবল পিপল প্রকল্প বাস্তবায়ন করেছে। ড্রীম কনসালটেন্সী লিমিটেড সালোম এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সার্ভে করার পাশাপাশি সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের মতামত গ্রহণ শেষে প্রকল্প সমাপনী সভার আয়োজন করেছে। এতে বিগত তিন বছরে স্থানীয় জনসাধারনের জীবনমান উন্নয়নে সালোম এর বিভিন্ন অর্জনগুলো উপস্থাপন করা হয়।

সভায় সালোম প্রকল্পের স্টকহোল্ডার অর্পা মল্লিক ও সোনিয়া গাইন বলেন, মোংলা উপজেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে সালোম। এজন্য সালোম পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আশা রাখি আগামী দিনেও সালোম আমাদের পাশে থাকবে।

জনগনের কর্মসংস্থান সৃষ্টি, জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নারীর ক্ষমতায়ন, জেন্ডার ভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, বিশুদ্ধ পানীয় জলের জন্য সহায়তা, স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচি, সামাজিক বনায়ন কর্মসূচি আরো বেশি বাস্তবায়ন করা দরকার বলে সালোম কর্মকর্তাদের কাছে মতামত পোষণ করেন সভায় উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।