• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

হাসপাতালে বসেই চলছে অবাধ মাদক সেবন

শেরপুরের ২৫০শয্যার জেলা সদর হাসপাতালটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। দুষ্কৃতকারীরা হাসপাতালের ওয়ার্ডে বসে প্রকাশ্যে মাদক সেবন করে। হাসপাতাল থেকে জোর করে বিভিন্ন প্রকার ঔষধ ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এমনকি বাধা দিতে গেলেই জীবননাশের হুমকিসহ শারিরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় দায়িত্বরতদের।

মোবাইলে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালে বসে প্রকাশ্যে মাদক গ্রহণ করেছে স্থানীয় মাদকসেবী বখাটেরা। কর্তব্যরতদের অভিযোগ, মাদক সেবনে বাধা দিতে গেলেই শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় কর্তব্যরতদের।

হাসপাতালে দায়িত্ব পালন করা একজন ওয়ার্ড বয় বলেন, ‘এই এলাকায় অনেক মাদকসেবী আছে, যারা সবসময় এখানে যাতায়াত করে। তাদেরকে আমরা কিছু বলতে পারিনা। তাদেরকে আটকালেই তারা রাস্তায় আমাদের মারধর করে। তারা বলে, আজকে এতো টাকা দিতে হবে, তা-না হলে অফিসে আইতে পারবিনা। বাড়িতে যেতে পারবিনা। টাকা না দিতে চাইলে শরীরে হাতও তুলে। এখানে আমাদের কোন নিরাপত্তা নাই।’

হাসপাতালটির একজন নার্স বলেন, ‘মেয়েদেরও নাইট ডিউটি করতে হয়। তখন ওরা এসে আমাদের কাছে সিরিঞ্জ চায়, তখন মেয়েরা ভয় পায়। মেইন কথা হচ্ছে আমাদের সিকিউরিটি দরকার। এখানে যে ওয়ার্ড বয় মামারা আছে, তারাও তো পারেনা।’

এই নার্স আরও বলেন, ‘সিরিঞ্জ নেয়, মেয়েদের সাথে কথা বলে, ফোন নাম্বার চায়। বিরক্ত করে, রাতের বেলায়ই বেশী বিরক্ত করে। দালালদের সাথে তো আমাদের কথা হয়না। ওরা রোগীদের সাথে কথা বলে, বাইরে নিয়ে যায়। হাসপাতালের ডেস্কে মেডিসিন থাকে, ওই মেডিসিনেই ওদের আগ্রহ।’

এসব ঘটনা নিয়ন্ত্রনে প্রশাসনকে সাহায্য করতে এগিয়ে এসেছে স্থানীয় সেচ্ছা-সেবীরা।

বখাটেদের দমনে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চিঠি দিয়েই দায়িত্ব সারছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক।

২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা বন্ধের জন্য আমরা আন্তরিক। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি। দালাল এবং মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের নিয়ে পত্র লিখেছি। আশাকরি রেগুলার তারা অভিযান পরিচালনা করবে। যখন অভিযান পরিচালনা করে তখন উৎপাত কমে যায়, আবার যখন অভিযান বন্ধ হয় তখন আবার উৎপাত বেড়ে যায়।’

প্রতিদিন গড়ে এই হাসপাতালে এক হাজারেও বেশি রোগী চিকিৎসা সেবা নেন। এলাকাবাসীরা জানান, মাদকসেবীদের তাড়াতে না পারলে হসপাতালের পরিবেশ আরও নষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।