• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় বিশেষ নামাজে দুহাত তুলে বৃষ্টি চাইলেন মুসল্লিরা

মোংলায় চলমান তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তাই বৃষ্টি কামনা করে বিশেষ নামাজ আদায় করেছেন শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলাম ধর্ম অনুযায়ী, ইস্তিস্কার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়ে থাকে।

মোংলা পোর্ট পৌরসভার সহযোগিতায় ও উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ২৪ এপ্রিল বুধবার সকাল ১০টায় ঈদগাহ ময়দানে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নামাজে অংশ নেয়া কয়েকজন মুসল্লি জানান, মোংলায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা তাপদাহে মানুষের জীবন চরম দুর্বিষহ হয়ে পড়েছে। তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। মাঠে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সে জন্য আমরা মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের অন্যায়ের ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া প্রার্থনা করেছি।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, মানুষের পাপ বেশি হলে মহান সৃষ্টিকর্তা আজাব দিয়ে মানুষকে পরীক্ষা করেন। প্রচন্ড গরমে জনজীবন চরম দুর্ভোগে থাকায় এই সংকট থেকে পরিত্রাণের জন্য মোংলা পৌরসভার সহযোগিতায় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসতিসকার নামাজ আদায়ের ব্যবস্থা করেছি। আশা করি মহান আল্লাহ পাকের রহমতে বৃষ্টি বর্ষণে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিবে।

নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মো. রেজাউল করিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন, বাজার জামে মসজিদের খতিব মাওলানা তৈয়েবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো.নুর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর সরদার, ইমাম পরিষদের সাধারন সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।