• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুর ইস্টান সাইকেলের দোকানে সন্ত্রাসী হামলা, জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদকের পদ থেকে সুশান্ত চক্রবর্তী মিঠুকে অব্যাহতি

এম.আর .সুজনঃ
জামালপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান ইস্টান সাইকেলের দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কর্মচারীকে মারধর, দোকানের মালামাল ভাংচুর এবং প্রতিষ্ঠনের মালিককে প্রাণ নাশের হুমকি দিয়েছে। এঘটনায় হামালাকারী সুশান্ত চক্রবর্তী মিঠু ও শ্রী নয়ন সাহা নামে জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদকের পদসহ সকল ইউনিট থেকে সুশান্ত চক্রবর্তী মিঠুকে অব্যাহতি দিয়েছে।
মামলা সূত্রে জানাযায়, গত ১৯ জুলাই রাত ১০টার দিকে শহরের দয়াময়ী মোড় এলাকায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রতিষ্ঠিত সাইকেল ব্যবসায়ী সুবির বসাকের মালিকানাধীন ‘ইস্টান সাইকেল’ এর দোকানে জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক সুশান্ত চক্রবর্তী মিঠু ও তার সহযোগি শ্রী নয়ন সাহা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই দোকানে হামলা চালিয়ে দোকানের কর্মচারী আশরাফকে মারধর করে এবং দোকানের লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর করে। এছাড়াও দোকানের মালিক সুবীর বসাককে অকথ্য ভাষায় গালাগালসহ গাড়ি চাপা দিয়ে পরিবারসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ২২ জুলাই সুবীর বসাক বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। জামালপুর সদর থানার মামলা নং-৬২/৪৩৯, তাং২২/০৭/২০২০ ইং।
এদিকে গত ২০ জুলাই অসামাজিক কাজে যুক্ত থাকা এবং দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক পদসহ দলের সকল ইউনিট থেকে সুশান্ত চক্রবর্তী মিঠুকে অব্যাহতি দেয়া হয়েছে। জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।