• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

দেশ রূপান্তর সাংবাদিক রানার কারাদণ্ডের ঘটনার তদন্ত সমাপ্ত

দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় তদন্ত কাজ শেষ করেছে তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুক। তিনি আজ দুপুরে তদন্ত কাজ শেষ করেন। তিনি জানিয়েছেন তদন্ত রিপোর্ট দ্রুতই কমিশনে জমা দেয়া হবে। আজ বিকেলে তিনি সাংবাদিকদের এ তধ্য নিশ্চিত করেন।

সাংবাদিক রানাকে সাজা দেয়ার ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা।

মানবাধিকার সংগঠন আমাদের আইন, শেরপুর জেলার চেয়ারম্যান নূর ই আলম চঞ্চল বলেন, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে যদি উল্টো জেলে যেতে হয় একজন সাংবাদিককে এটা খুবই দুঃখ জনক।

এদিকে রানার পরিবারের পক্ষ থেকে সই মুহুরি নকলের জন্য আবেদন করে নকল না পাওয়ায় আজও (১১ মার্চ) আপিল করতে পারেননি তারা। এতে জামিনের বিষয়টিও ঝুলে আছে।

এ বিষয়টি দেশ রুপান্তরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

দেশ রুপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি সফিউল আলম সম্রাট বলেন, সাংবাদিক রানাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুরাদুজ্জামান ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দ্রুত সাজা দেয়ার সইমহুরি নকল সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।

তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুক বলেন, আমি ঢাকায় গিয়ে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য তথ্য কমিশনে জমা দিবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।