• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর সরকারী কলেজে প্রেমের নামে ইভটিজিং মেনে নেবেননা এমপি ছানু

আরফান:
শেরপুর কলেজের সাথে আমার হৃদয় জড়িত। আমি এই কলেজের প্রাক্তন ছাত্র। আমি এই কলেজের মঙ্গল চাই। এই কলেজে প্রেমের নামে আমি ইভটিজিং করতে দিবোনা। শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু শেরপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, তোমরা আমাকে ভোট দাও বা না দাও, আমাকে গালিগালাজ কর, তবুও কলেজে আমি কোন অন্যায় মেনে নিবোনা। যারা এসব করবে তাদের প্রকাশ্যে বিচার হবে। আমাদের শেরপুর জেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই তোমাদের আগামী দিনের শেরপুরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তোমাদেরকে ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। তিনি ১০ মার্চ রোববার বিকেলে শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান প্রমুখ।

সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।