• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বকশীগঞ্জে জমজমাট নির্বাচনী প্রচার

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচার চলছে জামালপুরের বকশীগঞ্জে। প্রার্থীরা পৌর কর কমানোসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নিয়ে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে।

জামালপুরের বকশীগঞ্জে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে পৌরসভা নির্বাচন। এবার মেয়র পদের জন্য লড়ছেন চার জন। তবে মাঠে সক্রিয় মোবাইল প্রতীকের ইসমাইল হোসেন তালুকদার বাবুল, নারিকেল গাছ প্রতীকের ফকরুজ্জামান মতিন ও জগ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সওদাগর।

পৌরসভার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নির্বাচনী পোস্টার কম দেখা গেলেও ৯ মার্চের ভোট সামনে রেখে দিন-রাত ছুটছেন প্রার্থীরা। উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন পৌর কর কমানোর প্রতিশ্রুতি।

মেয়র প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল জানান, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে বদ্ধপরিকর থাকবেন তিনি।

আরেক মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিন বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছি। মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। যাকে তারা যোগ্য মনে করবে নির্বিঘ্নে যেন তাকা ভোট দিতে পারে।

মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচার চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। এবার বকশীগঞ্জ পৌরসভায় নয় ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ২৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন। প্রথমবারের মতো ইভিএমে ভোট নিয়ে ভোটারদের অনেকে উৎসাহী।

এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। তিনি বলেন, ‘কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি যদি নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে সেটা অবশ্যই কঠোর হস্তে দমন করা হবে। কোনো অবস্থাতেই কোনো বেআইনি কার্যক্রম গ্রহণ করা যাবে না। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা সকলেই বদ্ধপরিকর।’

২০১৩ সালে প্রতিষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভায় এবার ভোটার ৩৫ হাজার ৫১৮ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।