• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে টিসিবি’র কার্ডে চেয়ারম্যানের স্বাক্ষর নকল! ১৭০টি কার্ড সনাক্ত

জামালপুরের সরিষাবাড়ীতে টিসিবি’র কার্ডে চেয়ারম্যানের স্বাক্ষর নকল করার ঘটনা ঘটেছে। ১৭০টি কার্ড সনাক্ত করেছে কর্তৃপক্ষ। ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিল অর্থের বিনিময়ে (টিসিবি’র) জাল কার্ড বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। মহাদান ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিষদ সুত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রোববার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক অনুমোদিত চারজন ডিলার ইউনিয়নের তিন হাজার ৬২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। টিসিবির পণ্য নিতে আসা সুবিধাভোগীদের কাছে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা ভুয়া কার্ড পাওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর প্রত্যেক সুবিধাভোগীর কার্ড যাচাইবাছাই করে ১শত ৭০টি ভুয়া কার্ড হিসেবে চিহ্নিত করা হয়। জালের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ ক্রমে জব্দকৃত কার্ডধারীদের লিখিত স্বাক্ষর রেখে ছেড়ে দেয়া হয়।

ভুয়া কার্ডধারি আব্দুর রাজ্জাক, আন্জুয়ারাসহ অনেকেই জানান, ২নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিল ৫০/৪০ টাকার বিনিময়ে আমাদের কাছে এ কার্ড বিক্রি করেছে। আমরা এই কার্ড দিয়ে টিসিবি’র পণ্য তুলতে পারিনি। আমাদের সাথে সে জালিয়াতি করেছে। আমরা এর বিচার চাই।

এঘটনার অভিযুক্ত ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিল মুঠোফোনে বলেন, এ সম্বন্ধে কিছুই জানিনা। হয়তো কে বা কারা এটা শত্রুতা করে দিয়েছে আমি জানি না।

এ-ব্যাপারে টিসিবি সমবায় সমিতির সভাপতি মন্টু লাল তেওয়ারি বলেন, ‘গত ১৬ জানুয়ারি ময়দান ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কালে ১৭০টি প্যাকেজ ঘাটতি হয়। প্রমাণ হল কিছু অসাধু ব্যক্তি ভুয়া কার্ড বানিয়ে এ সমস্যা সৃষ্টি করে। যারা এসব অপকর্মের সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, ‘জাল সাক্ষর তৈরি করে কার্ড বিতরণ করা বিরাট অপরাধ। সেই মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার বিরুদ্ধে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।