• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নির্দেশে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী ( জামালপুর) থেকেঃ
জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি’র নির্দেশে প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রাে মর বন্যা কবলিত পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্থমানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নতুন নতুন এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড় লক্ষাধিক মানুষ। কাঁচা-পাকা একাধিক রাস্তা পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন অবস্থায় সরকারী বরাদ্ধকৃত খাদ্য সামগ্রীর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নিজ অর্থায়নে বন্যা কবলিত এলাকা গুলোতে নৌকা যোগে বাড়ী-বাড়ী গিয়ে প্রতিদিন চলছে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম। যতদিন পানি থাকবে, যতদিন পানি না কমবে ততদিন এই ত্রান বিতরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।
উপজেলার বন্যা কবলিত অঞ্চলের মধ্যে সাতপোয়া, পোগলদিঘা কামরাবাদ ও পৌরসভার বিভিন্ন স্থানে নগদ টাকা, ঢেউটিন, শুকনো খাবার, চাল-ডাল, চিরা-মুড়ি, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, শিশুখাদ্য ও গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে সাখাওয়াত আলম মুকুল, ব্যাক্তিগত সহকারী জাহিদ নাঈম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।