• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

এতিমখানার উন্নয়নে অনুদান দিল মোংলা সাহিত্য পরিষদ

সিগনাল টাওয়ার জরিনা কুলসুম শিশুসদন ও এতিমখানার উন্নয়নে অনুদান দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মোংলা সাহিত্য পরিষদ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টায় এতিমখানা চত্বরে প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আকরামুজ্জামানের হাতে নগদ অনুদান তুলে দেন মোংলা সাহিত্য পরিষদের সভাপতি মনির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও ছবেদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন আহমেদ কাঞ্চন, সাপ্তাহিক মেছেরশাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ আসাদুজ্জামান দুলাল,

শিশু সদনের হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম, মোংলা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুজন, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, শেখ মো. আলাউদ্দিন, জোবায়ের আহমেদ সৈকত, শেখ সৌরভ হাসান, মো. নুর সাগর ও মেহেদী হাসান রাকিব প্রমূখ।

সিগনাল টাওয়ার শিশু সদনের পরিচালক মাওলানা আকরামুজ্জামান বলেন, এতিমখানার অবকাঠামো উন্নয়নে সহায়তা করার পাশাপাশি এখানে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদসামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং এতিমখানার যেকোন উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে এসেছে মোংলা সাহিত্য পরিষদ। আর্তমানবতার সেবায় পাশে থাকার জন্য মোংলা সাহিত্য পরিষদের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

মোংলা সাহিত্য পরিষদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে মোংলা উপজেলা তথা দক্ষিণাঞ্চলের সাহিত্য চর্চার বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিবছর একুশে বইমেলায় মোংলার খ্যাতিমান ও প্রথিতযশা কবি সাহিত্যিকদের লেখা নিয়ে একক এবং যৌথকাব্যগ্রস্থ প্রকাশের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।