• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে সরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে বোরো চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সরিষাবাড়ী পৌরসভা বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্যাধুনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন পাঠান।

আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলি, জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গণি, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, কৃষক হুমায়ূন কবির প্রমুখ।

পৌরসভার বলারদিয়ার এলাকায় ৭৫ জন কৃষকের মাধ্যমে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচী চালু করা হয়। এসময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ অত্রলাকার সহস্রাধিক কষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।